বাংলা টিউন অ্যাপে সব এফএম রেডিও

বাংলা টিউন অ্যাপঅনেকেই এফএম রেডিও শুনতে পছন্দ করেন। কিন্তু অনেক স্মার্টফোনে রেডিও ফিচারটি বিল্টইন থাকে না। যারা মোবাইলে রেডিও শুনতে চান তাদের জন্য বাংলা টিউন অ্যাপটি কাজে লাগতে পারে। গুগল প্লেস্টোরে থাকা অ্যাপটিতে সম্প্রতি বেশ কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে।

অ্যাপটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর সহজ নকশা ও ব্যবহার করার সুবিধা। অ্যাপটি চালু করে ডানে বাঁয়ে সোয়াপ করলে চ্যানেল পরিবর্তন হয়। এছাড়া চ্যানেল লিস্ট থেকে যেকোনও চ্যানেলে ক্লিক করলে তা চালু হয়। পছন্দের গান বা অনুষ্ঠান রেকর্ড করারও ব্যবস্থা আছে।

নোটিফিকেশন থেকে অ্যাপ খোলা ও বন্ধ করা যায় ফলে রেডিও চালু করে অন্য অ্যাপও চালানো যাবে, রেডিও বন্ধ হবে না। পছন্দের রেডিও স্টেশন খুঁজে পেতে সার্চের সুবিধা আছে এতে। ব্রেকিং নিউজ অ্যালার্ট, খেলার আপডেট পাওয়া যাবে অ্যাপে। অ্যাপটি প্লেস্টোর (http://bit.ly/banglatune)থেকে ডাউনলোড করা যাবে।