আইএসপিএবি’র নির্বাচন শনিবার

টিম ইউনাইটেডইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০১৯-২০২১ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী শনিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে। এদিনে রাজধানীর গুলশানের ঢাকা নিউ হলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

নির্বাচনে টিম ইউনাইটেড ও টিম ক্যাটালিস্ট নামের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবু, সদস্য হিসাবে বাক্য’র মহাসচিব তৌহিদ হোসেন এবং এক্সেল টেকনোলজিসের পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী দায়িত্ব পালন করছেন। নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো. আবদুর রাজ্জাক, সামিয়া ট্রেডিংয়ের স্বত্ত্বাধিকারী হাফেজ হারুন ও ন্যাশনাল পিভিসি পাইপের স্বত্ত্বাধিকারী মো. আবুল খায়ের দায়িত্ব পালন করছেন।

টিম ক্যাটালিস্ট

বাণিজ্য সংগঠন বিধিমালা এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সংঘবিধি অনুসারে এবারের নির্বাচনে অ্যাসোসিয়েশনের সাধারণ ও সহযোগী সদস্য মিলিয়ে মোট ৪৩১ জন ভোটার সাধারণ সদস্য থেকে ৯টি পদের বিপরীতে ১৭ জন, সহযোগী সদস্য শ্রেণী থেকে ৪টি পদের বিপরীতে ৮ জন অংশ নিচ্ছেন। সদস্যরা মোট ২৫ জন প্রার্থী থেকে ২০১৯-২০২১ মেয়াদের জন্য ভোটের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত করবেন।

বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষে একই দিন ভোট গণনা করা হবে। এতে সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাধারণ সদস্য শ্রেণি থেকে ৯, সহযোগী সদস্য শ্রেণি থেকে ৪ জনকে নির্বাচিত ঘোষণা করা হবে। আগামী ২৮ অক্টোবর নির্বাচিত ১৩ জনের মধ্যে কার্যনির্বাহী কমিটির পদ বণ্টন করা হবে।