আইএসপিএবি’র নির্বাচনে হাকিম-ইমদাদ পূর্ণ প্যানেলে জয়ী

আমিনুল হাকিম ও ইমদাদুল হকইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র কার্যকরী কমিটির ২০১৯-২১ মেয়াদের নির্বাচন শনিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে একটি হলে অনুষ্ঠিত নির্বাচনে সব পদে বিজয়ী হয়েছে হাকিম-ইমদাদ (আমিনুল হাকিম ও ইমদাদুল হক) প্যানেল।
নির্বাচনে ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭ জন। সকাল ১০টা ৪০ মিনিট থেকে বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার ভোটার ছিলেন ৪৩১ জন। ১৩টি পদের মধ্যে সাধারণ সদস্যদের মধ্য থেকে ৯ এবং সহযোগী সদস্য থেকে ৪ জন নির্বাচিত হয়েছেন।
বিজয়ী প্রার্থী আমিনুল হাকিম (বিগত কমিটির সভাপতি) প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এভাবে, নির্বাচনে বিজয়ী হয়েছি মানে সবাই আমাকে ভোট দিয়েছেন। এখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার পালা। সামনে অনেক কাজ। অনেক ইভেন্ট। আন্তর্জাতিক ইভেন্টও আছে। সেসব সফল করাই এখন মূল কাজ।
ইমদাদুল হক (বিগত কমিটির সাধারণ সম্পাদক) তার প্রতিক্রিয়ায় বলেন, নির্বাচন শেষ অবধি জমজমাট হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে ভোটারদের কারণে। ভোটাররাই নির্বাচনের প্রাণ ছিলেন। এখন সবাই মিলে অসমাপ্ত কাজ শেষ করাই আমাদের মূল লক্ষ্য।
সাধারণ সদস্যদের মধ্যে বিজয়ী হয়েছেন, ইমদাদুল হক (প্রাপ্ত ভোট ১০১), মো. আমিনুল হাকিম (৯৫), আহমেদ জুনায়েদ (৯১), মইনুদ্দিন আহমেদ (৮৬), নাজমুল করিম ভুঞা (৮৪), এফ এম রাশেদ আমিন (৮১), সারোয়ার আলম শিকদার (৭৮), আনোয়ারুল আজিম (৭৭) ও কামাল হোসেন (৭৬)।
সহযোগী সদস্যপদে বিজয়ী হয়েছেন রাইসুল ইসলাম (প্রাপ্ত ভোট ১৮২), মো. আসুদুজ্জামান (১৮১), নাসির উদ্দিন (১৭৪) ও ওহিদুল্লাহ ভূঁইয়া (১৫৫)।
সোমবার (২৮ অক্টোবর) নবনির্বাচিতদের মধ্যে পদ বণ্টন করা হতে পারে বলে জানা গেছে।