গুগলের ক্রোম ব্রাউজারে ২০২০ সালে বন্ধ হচ্ছে ফ্ল্যাশ সার্ভিস

google flashফ্ল্যাশ সার্ভিস বন্ধের আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলো গুগল। ইতোমধ্যে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীরা গুগলের পক্ষ থেকে এক ধরনের বার্তাও পাচ্ছেন। এতে লেখা রয়েছে, ফ্ল্যাশ সার্ভিসকে বিদায় জানানোর সময় হয়েছে।

সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবি অনেক আগে ঘোষণা দিয়েছে, ২০২০ সালের ডিসেম্বরে বন্ধ হতে যাচ্ছে ফ্ল্যাশ সার্ভিস।

২০ বছর ধরে কম্পিউটারে বিভিন্ন ধরনের গেমস খেলা, ভিডিও দেখা ও ওয়েবে নানান অ্যাপ্লিকেশন চালানোর ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য সহায়ক ফ্ল্যাশ। তবে গত কয়েক বছরে ফ্ল্যাশ আর তেমন কাজে লাগছে না।

গুগলের তথ্যানুযায়ী, তিন বছর আগেও ক্রোম ব্যবহারকারীদের প্রায় ৮০ ভাগই ফ্ল্যাশ ব্যবহার করেই ব্রাউজ করতেন। এ সংখ্যা এখন কমে নেমে এসেছে ১৭ শতাংশে।

ফ্ল্যাশ ব্যবহারের প্রয়োজনীয়তা কমে যাওয়ার অন্যতম কারণ বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটের ওপেন ওয়েব প্রযুক্তি ব্যবহার। এর মাধ্যমে ফ্ল্যাশ ছাড়াই ব্যবহারকারীরা আরও দ্রুত ওয়েবসাইটে ঢুকতে পারছেন।

তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, নতুন প্রযুক্তির ফলে ওয়েবসাইটগুলো আরও নিরাপদ হয়েছে। বিশেষ করে অনলাইন কেনাকাটা, ব্যাংকিং থেকে শুরু করে অনলাইন লেনদেনে ব্যবহারকারীরা অনেক নিরাপত্তা পাচ্ছেন।

গুগলের এক ব্লগ পোস্টে উল্লেখ করা হয়, ‘আমরা ২০২০ সালের শেষের দিকে সম্পূর্ণভাবে ফ্ল্যাশ সার্ভিস বন্ধ করে দেবো।’

ইতোমধ্যে যেসব ওয়েবসাইট ওপেন ওয়েব প্রযুক্তি ব্যবহার করবে সেসবের ব্যবহারকারীরা আগের মতোই যেতে পারবেন এবং এতে কোনও সমস্যা হবে না। তবে যেসব ওয়েবসাইট ২০২০ সালের মধ্যে ওপেন ওয়েব প্রযুক্তিতে যাবে না, সেগুলো ক্রোম ব্যবহার করে দেখা যাবে না।

সূত্র: জেড ডি নেট, গুগল ব্লগ