বাংলাদেশে তৈরি স্মার্টফোন বাজারে আনছে অপো

গাজীপুরে অপোর মোবাইল সংযোজন কারখানাবাংলাদেশে তৈরি স্মার্টফোন বাজারে নিয়ে আসছে স্মার্টফোন ব্র্যান্ড অপো। ফলে দেশে তৈরি স্মার্টফোন গ্রাহকরা আরও সাশ্রয়ী মূল্যে পাবেন। গাজীপুরে স্থাপিত অপোর মোবাইল সংযোজন কারখানায় প্রতি বছর তৈরি হবে ১০ লাখ স্মার্টফোন। সোমবার (১১ নভেম্বর) অপো থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশে স্থাপিত অপোর এই স্মার্টফোন কারখানায় বেশ কিছু মডেলের স্মার্টফোন তৈরি করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বেনলি ইলেকট্রনিক এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড নামে স্থাপিত এই স্মার্টফোন কারখানায় দুই শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। অপোর গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুসরণ করেই এটি স্থাপন করা হয়েছে। দেশের বাজারের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও বাংলাদেশে তৈরি স্মার্টফোন রফতানির পরিকল্পনা রয়েছে অপোর। প্রাথমিকভাবে এ কারখানায় অপো এ৫এস এবং এ১কে সেট তৈরি করা হবে।

অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, স্মার্টফোন সংযোজন কারখানা স্থাপনের মাধ্যমে অপো গ্রাহকদের হাতে আরও সাশ্রয়ী দামে স্মার্টফোন তুলে দিতে সক্ষম হবে। এছাড়া অপোর বিনিয়োগের ফলে এখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।