আইফোনের স্মার্ট ব্যাটারি কেস

ছবি: এনগ্যাজেটের সৌজন্যেনতুন স্মার্ট ব্যাটারি কেস উন্মোচন করলো অ্যাপল। আইফোনের সব মডেলের জন্য তৈরি কেসটিতে ফোনের চার্জকে দীর্ঘায়িত করা ছাড়াও রয়েছে ডেডিকেটেড ক্যামেরা বাটন। এটি ব্যবহার করে ফোনের ক্যামেরা চালু করে ছবি তোলা যাবে। আবার বাটনটি একটানা ধরে রেখে ভিডিও করাও সম্ভব।
সংবাদমাধ্যম এনগ্যাজেট জানায়, ফোন কেসের সঙ্গে ক্যামেরা বাটনের ধারণাটি নতুন না হলেও ব্যাটারি কেসে এমন সুবিধা বাজারে খুব সহজলভ্য নয়।
নতুন এই কেস ব্যবহারে ফোন কতটা দীর্ঘায়িত হবে অ্যাপল তা নিশ্চিত না করলেও দেখা গেছে, টানা ভিডিও চালিয়ে ফোনের চার্জকে ৫০ শতাংশ দীর্ঘায়িত করা সম্ভব হয়েছে। তবে অন্যান্য কাজের সময় এটি কম-বেশি হতে পারে। যদিও আইফোন ১১ সিরিজের সব সেটেরই ব্যাটারি বেশ দীর্ঘস্থায়ী বলেই মন্তব্য করেছে এনগ্যাজেট।
আইফোনের নতুন মডেলগুলোতে রয়েছে ট্রায়ো সাপোর্টেড ওয়্যারলেস চার্জিং সুবিধা। তবে ইউএসবি ক্যাবল দিয়ে চার্জ করলে তুলনামূলক দ্রুত চার্জ করা সম্ভব। উদাহরণ হিসেবে বলা যায়, আইফোন ১১ প্রো’র সঙ্গে দেওয়া আছে ১৮ ওয়াটের চার্জার।
কেসগুলোর দাম ১২৯ মার্কিন ডলার। সাদা, কালো ও গোলাপি— এই তিন রঙে পাওয়া যাবে। তবে গোলাপিটি শুধু ১১ প্রো এবং প্রো ম্যাক্সের জন্য।