বন্ধ হচ্ছে গুগলের ক্লাউড প্রিন্ট ফিচার

গুগল২০২০ সালের ডিসেম্বরের ৩১ তারিখের পর থেকে আর ব্যবহার করা যাবে না গুগলের ক্লাউড প্রিন্ট ফিচার। গুগলের এই ক্লাউড প্রিন্ট ফিচার ব্যবহার করে খুব সহজে ক্রোম ব্যবহার করে পিসি বা মোবাইল থেকে প্রিন্ট করা যেত। এমনকি ইন্টারনেট সংযোগ না থাকলেও। ২০১০ সাল থেকে চলে আসা ক্লাউড প্রিন্ট অপশনটি ছিল গুগলের বিটা ট্যাগ-এ।

বিকল্প হিসেবে ক্রোম ওএসের সঙ্গে থাকা প্রিন্টিং অপশন ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল। আর যারা ক্রোম ওএস ব্যবহার করেন না তার যে ওএস ব্যবহার করেন সেটার ন্যাটিভ প্ল্যাটফর্ম ব্যবহার প্রিন্ট করার করতে বলেছে গুগল।

এতে অনেক ব্যবহারকারীই হতাশ হয়ে পড়েছেন। সামাজিক মাধ্যম টুইটারে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করতেও দেখা গেছে অনেককে। ব্যবহারকারী যেন সময় নিয়ে এর বিকল্প ব্যবস্থা করে নিতে পারে। হয়তো এজন্যই গুগল এক বছর আগে থেকে বিষয়টি সতর্ক করে দিলো বলেই মন্তব্য করেছে প্রযুক্তি সাইট ভার্জ।

ক্লাউড প্রিন্টিংয়ের এমন সমাধান করার পেছনে এখনও পর্যন্ত কোনও কারণ জানায়নি গুগল।