ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় অংশগ্রহণকারীরাসম্প্রতি ডিভাইন আইটি লিমিটেড জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনুমোদিত ভ্যাট (মূল্য সংযোজিত কর)  ম্যানেজমেন্ট সফটওয়্যার সরবরাহকারী প্রিজমভ্যাটের মাধ্যমে মূসক ৯.১ জমা দেওয়া বিষয়ক একটি কর্মশালার আয়োজন করে। রাজধানীর কাওরান বাজারে অবস্থিত ডিভাইন আইটির প্রধান কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় বিভিন্ন সংস্থার ভ্যাট ও কর কর্মকর্তারা অংশ নেন।

কর্মশালায় প্রিজমভ্যাট ভ্যাট পরিচালনা সফটওয়্যারটি ডেমো প্রস্তুতি এবং ভ্যাট আইন ২০১২ অনুসরণ করে মূসক ৯.১ জমা দেওয়ার পদ্ধতি শেখানো হয়। এছাড়া কর্মশালায় ভ্যাট আইন ২০১২ সম্পর্কে সচেতনতা এবং বিস্তারিত আলোচনা করা হয়।

ডিভাইন আইটির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ ফখরুল হাসান (রাসেল), উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফউদ্দিন ও ভাইস প্রেসিডেন্ট (প্রোডাক্ট)  ইসতিয়াক শরীফ কর্মশালাটি পরিচালনা করেন।