‘ফেভারিটস’ ফিচার আসছে ফেসবুকে

ফেসবুক ফেভারিটসইনস্টাগ্রামের ‘ক্লোজ ফ্রেন্ডস’-এর আদলে মেসেঞ্জারের জন্য নতুন একটি ফিচার আনতে যাচ্ছে ফেসবুক। এর মাধ্যমে ব্যবহারকারী তার সীমিত সংখ্যক কাছের বন্ধুদের সঙ্গে কনটেন্ট শেয়ার করতে পারবে। ফিচারটি বর্তমানে ‘ফেভারিটস’ নামে ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে।
প্রযুক্তি সাইট ভার্জ জানায়, ফেসবুকের ‘ফেভারিটস’ -এর মাধ্যমে ব্যবহারকারী তার কিছু কাছের বন্ধুদের একটি তালিকা করা যাবে। তালিকার মাধ্যমে মেসেঞ্জার দিয়ে ব্যবহারকারী তার বন্ধুদের কাছে কোনও স্টোরি বা পোস্ট পাঠাতে পারবেন। আবার ব্যক্তিগত মেসেজ হিসেবেও আলাদাভাবেও পাঠাতে পারবেন। তবে ফেসবুক জানায়, এতে ফেসবুকের মূল পেজের স্টোরি সীমাবদ্ধ হয়ে যাবে না। চাইলে এটা অন্যরা দেখতে পারবেন।
এই ফিচার ছাড়াও ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ তার এই সোশ্যাল নেটওয়ার্ককে আরও ‘প্রাইভেসি ফোকাসড কমিউনিকেশন প্ল্যাটফর্ম’ হিসেবে তৈরি করতে চান বলে মন্তব্য করেছে ভার্জ।
ফিচারটির কাছাকাছি একটি ফিচার ফেসবুকে এখনও আছে। যেমন, ব্যবহারকারী তার ফ্রেন্ডলিস্টের মাধ্যমে নিকট বন্ধু, পরিচিত এবং নিয়ন্ত্রিত এমন বিভিন্নভাবে বন্ধুদের তালিকাকে ভাগ করতে পারবেন। কিন্তু ইনস্টাগ্রমের মতো ‘ফেভারিটস’ ফিচারটির মাধ্যমে অনেক সহজেই এই তালিকাটি বানানো যাবে।
ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে আছে, এখনও কাজ শুরু হয়নি।