ফেসবুক ইনস্টাগ্রামে শিশুদের জন্য ‘অ্যাডাল্ট কন্টেন্ট’ নয়

Facebook‘অ্যাডাল্ট কন্টেন্ট’-এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ফেসবুক। এখন থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ১৮ বছরের কম বয়সী কোনও ব্যবহারকারী ‘অ্যাডাল্ট কন্টেন্ট’ দেখতে পাবেন না। অপ্রাপ্তবয়স্কদের জন্য এসব কন্টেন্ট ব্লক করা হবে।

এই পদক্ষেপ আগামী বছরের শুরুতে বাস্তবায়ন হতে যাওয়া ফেসবুকের এজ গেট নীতিমালার একটি অংশ।তবে এগুলো ‘অ্যাডাল্ট কন্টেন্ট’ প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত থাকবে।

নিজেদের প্ল্যাটফর্মে শিশুদের অ্যাডাল্ট কন্টেন্ট দেখা থেকে বিরত রাখার বিষয়ে মনোযোগ না দেওয়ায় ফেসবুক অনেক সমালোচনার শিকার হয়েছে। কিন্তু এই পদক্ষেপটি কী শিশুদের ‘অ্যাডাল্ট কন্টেন্ট’ থেকে সুরক্ষিত রাখতে পারবে? যারা তাদের প্রকৃত বয়সের বিবরণ দিয়ে ফেসবুকে আইডি খুলেছে তাদের জন্য এই পদক্ষেপটি ইতিবাচক ভূমিকা রাখবে।

কোনও আইডি তৈরি করার সময় ব্যবহারকারী যে জন্ম তারিখটি দিচ্ছেন তা সেই ব্যক্তির সত্যিকারের জন্ম তারিখ কিনা তা যাচাইকরণ ছাড়াই ফেসবুক অ্যাকাউন্টের অনুমতি দেয়। তবে ফেসবুক তার প্ল্যাটফর্মটি আরও নিরাপদ করতে বয়স যাচাইয়ের বিষয়েও একটি নীতি নিয়ে আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

সূত্র: গেজেটসনাউ