দ্রুত ছবি শেয়ারে গুগল ফটোজের ‘আপডেট’ সংস্করণ

গুগল ফটোজব্যক্তিগত বার্তা বা প্রাইভেট মেসেজিং সেবা আনলো গুগল। এর মাধ্যমে এখন থেকে ব্যবহারকারী অন্য কাউকে বা কোনও গ্রুপকে সহজে ছবি পাঠাতে পারাবে। প্রযুক্তি সাইট ভার্জ জানায়, ফটো শেয়ারিংয়ের সুবিধাটি আগে থেকে গুগলে থাকলেও প্রক্রিয়াটি ছিল বেশ জটিল। সেটারই একটি উন্নত সংস্করণ আনলো গুগল।

নতুন এই সেবাটির মাধ্যমে এখন থেকে ছবি পাঠানোর জন্য ব্যবহারকারীকে আর অ্যালবাম তৈরি করতে হবে না। সরাসরি মেসেজের মাধ্যমে এখন ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট বা এসএমএস’র মতো ছবি পাঠানো যাবে। এরপর সেই ছবিকে লাইক বা শেয়ার থেকে শুরু করে মন্তব্য অর্থাৎ চ্যাটও করা যাবে। তবে চ্যাটিং কোনও ছবি বা অ্যালবামের অধীনে করতে হবে।

গুগল ফটোর প্রোডাক্ট ম্যানেজার জাহ্নবি শাহ তার একটি ব্লগপোস্টে বলেন, এটি যে অন্যান্য চ্যাট অ্যাপগুলোর একদম বিকল্প তা নয়। কিন্তু আমরা আশা করছি গুগলে সংরক্ষণ করা ছবির মাধ্যমে ব্যবহারকারী তার স্মৃতিগুলোকে তার পরিবার বা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবে। অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েব সবগুলো প্ল্যাটফর্মেই এই সেবা চালু করেছে গুগল।