আইপ্যাডের জন্য ল্যাপটপের মতো কিবোর্ড আনল অ্যাপল

অ্যাপল লোগো

অ্যাপলের অনলাইন এবং উত্তর আমেরিকার স্টোরগুলোতে আইপ্যাডের জন্য কিবোর্ড আনা হয়েছে, যা সম্পূর্ণ ম্যাকবুকের কিবোর্ডের মতো। ১০.২ এবং ১০.৫ ইঞ্চি আইপ্যাডগুলোর সঙ্গে কিবোর্ডটি ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত করা যাবে।

প্রযুক্তি সাইট ভার্জ জানায়, এবছর অ্যাপল তার আইপ্যাডের জন্য স্মার্ট কিবোর্ডের ব্যবস্থা করে। তবে সেটা শুধুই সাশ্রয়ী মূল্যের আইপ্যাডের জন্য, প্রো-এর জন্য নয়। এদিকে ব্রাইজ কিবোর্ড তৈরি করেছে প্রো-এর জন্য। কিবোর্ডটি সম্পর্কে অ্যাপল জানায়, এ পর্যন্ত কিবোর্ডগুলোর মধ্যে এটি সবচেয়ে ভালো।

কিবোর্ডটি ২০১৯ সালে বের হওয়া আইপ্যাড, আইপ্যাড এয়ার এবং ২০১৭ সালে বের হওয়া ১০.৫ ইঞ্চি আইপ্যাড প্রো মডেলে ব্যবহার করা যাবে।

কিবোর্ডগুলোর দাম ধরা হয়েছে ১২৯.৯৫ মার্কিন ডলার। তবে এই মূল্যটি অ্যাপলের স্মার্ট কিবোর্ডের চেয়ে ৩০ ডলার কম। এছাড়াও ব্রাইজের কিবোর্ডটিতে আইপ্যাড সংযুক্ত করার জন্য খুব ভালো ব্যবস্থা করা হয়েছে। কিবোর্ডটি সাইজে বড় এবং ভারী। চার্জের জন্য রয়েছে মাইক্রো ইউএসবি ব্যবস্থা।