হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে ত্রুটি

হোয়াটসঅ্যাপহোয়াটসঅ্যাপে বড় ধরনের ত্রুটি পেয়েছেন গবেষকরা। নতুন পাওয়া এই ত্রুটি হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট আজীবনের জন্য ডিলিট করে দিতে সক্ষম। ফলে বিপদে পড়তে পারেন ব্যবহারকারীরা।

খবর ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউয়ের। জানা গেছে, ত্রুটির মাধ্যমে সুযোগ নিতে পারে হ্যাকাররা। তারপর গ্রুপ চ্যাটে তারা এমন একটি মেসেজ দিতে পারে যার কারণে পুরো গ্রুপ চ্যাটটিই মুছে যাবে। এ বিষয়ে সতর্ক থাকতে ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছেন গবেষকরা।

সম্ভাব্য হুমকি এড়াতে হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সন ব্যবহারের পরামর্শ দিয়েছেন গবেষকরা। কেননা, সর্বশেষ ভার্সনে এই ত্রুটি দূর করা হয়েছে। ফলে ওই ভার্সন গ্রাহকদের জন্য নিরাপদ।

গুজব রটেছে, এই ত্রুটির কারণে পুরো হোয়াটসঅ্যাপের কাজই বন্ধ হয়ে যেতে পারে। এ অবস্থায় হোয়াটসঅ্যাপটি আন-ইনস্টল করে আবারও নতুন করে ইনস্টল করতে হবে। তবেই সমস্যার সমাধান হবে। অবশ্য কোনও গ্রুপ চ্যাট ডিলিট হয়ে গেলে সেটা আর কখনোই ফেরত আনা যাবে না।