স্যাটেলাইট ব্যবহারের দিকে এগোচ্ছে অ্যাপল

আইফোন ও স্যাটেলাইটডাটা ট্রান্সমিশনের জন্য স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের দিকে যাচ্ছে অ্যাপল। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী এই কাজের জন্য অনেক অ্যারোস্পেস প্রকৌশলী ও অ্যান্টেনা ডিজাইনারও নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে বর্তমানে এটি অ্যাপলের একটি প্রকল্প হিসেবে প্রাথমিক পর্যায়ে রয়েছে। মূলত কোনো থার্ড পার্টি নেটওয়ার্কের সাহায্য ছাড়াই সরাসরি অ্যাপলের বিভিন্ন ডিভাইস যেমন আইফোনের সঙ্গে ডেটা আদান প্রদান করার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে অ্যাপল।

ব্লুমবার্গ জানায়, এর জন্য অ্যাপলকে কোনও স্যাটেলাইট বানাতে হবে না। শুধু ভূমিতে স্থাপিত ট্রান্সমিশন ডিভাইস তৈরি করে কক্ষপথে আবর্তিত স্যাটেলাইটগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারলেই হবে। এটি সফল হলে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা অ্যাপলের ডিভাইসগুলোর অবস্থান সঠিকভাবে জানা যাবে। ফলে মানচিত্র বা গাইড করার মতো সেবাগুলো আরও উন্নত হবে বলে আশা করছে অ্যাপল।
স্যাটেলাইটের সঙ্গে সরাসরি ফোনকে সংযুক্ত করার জন্য ইতোমধ্যে লিংক নামে একটি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি আশা করছে, এই প্রযুক্তির মাধ্যমে মোবাইল ডিভাইসগুলোকে একটি গ্লোবাল রোমিংয়ের আওতায় আনা যাবে। এর মাধ্যমে ভূমিতে স্থাপিত নেটওয়ার্ক ব্যবস্থার চেয়ে অনেক দ্রুত তথ্য আদান প্রদান করা সম্ভব। এর নেটওয়ার্ক কোনও অঞ্চলের স্থানীয় নেটওয়ার্ক অবকাঠামোর ওপর নির্ভর করবে না। কোনও এলাকার নেটওয়ার্কের অবস্থা যাই হোক না কেন, স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত থাকা ফোনগুলো থেকে ব্যবহারকারী টেক্সট পাঠানো এবং কল ঠিকই করতে পারবে।

টেক ক্র্যাঞ্চ জানায়, অ্যাপলের অনেক ভবিষ্যৎ পরিকল্পনাই এখনও সাধারণ মানুষ জানে না। এই প্রযুক্তিটি চালু হলে কোনও এলাকায় নেটওয়ার্ক না থাকলেও ব্যবহারকারী আই-মেসেজ, ভয়েস কল, নেভিগেশনসহ ইন্টারনেট ডেটা ব্যবহার করে বিভিন্ন অ্যাপ চালাতে পারবেন। তবে এজন্য অবশ্যই তাকে কোনও একটি মূল্যের প্ল্যান কিনে নিতে হবে।