টেসলার নতুন গাড়ি

টেসলার নতুন গাড়িনতুন ধরনের গাড়ি তৈরি করেছে টেসলা। গাড়িটি চীনে তৈরি হয়েছে। এই প্রথম চীনে কোনও গাড়ি তৈরি করলো মার্কিন প্রতিষ্ঠানটি। ফলে সবদিক বিবেচনায় এই গাড়িকে একেবারেই ব্যতিক্রম হিসেবে ভাবা হচ্ছে।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, চীনে তৈরি হওয়া প্রথম গাড়ি সরবরাহ করেছে টেসলা। এর মাধ্যমে ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে নতুন মাইলফলকে পৌঁছলো তারা।

চীনে তৈরি টেসলার প্রথম গাড়ির নাম ফিফটিন মডেল-৩। এই গাড়ি সাংহাইয়ের কাছে টেসলার গিগাফ্যাক্টরি নামের কারখানায় সরবরাহ করা হয়েছে। চীনে গাড়ি তৈরির মাধ্যমে টেসলার নতুন যুগের শুরু হয়েছে বলে উল্লেখ করেছে সংশ্লিষ্টরা।

ইলেক্ট্রিক গাড়ি তৈরির মাধ্যমে বিশ্ববাজারে পরিবর্তন আনতে চায় টেসলা। সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এজন্য চীনে গাড়ি তৈরির উদ্যোগ নেন টেসলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অ্যালান মাস্ক।