প্যারেন্টাল লকের স্মার্টফোন

সিম্ফনির দুটি নতুন ফোনপ্যারেন্টাল লকের দুটি স্মার্টফোন জেড২৫ ও জেড১২ মডেলের বাজারে ছাড়লো সিম্ফনি। এ উপলক্ষে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীতে সিম্ফনির প্রধান কার্যালয়ে এক সংবাদ আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নতুন দুটি স্মার্টফোনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সেট দুটি উদ্বোধন করেন সিম্ফনির সহকারী পরিচালক (মোবাইল সেলস) এম এ হানিফসহ আরও অনেকে।

অনুষ্ঠানে জানানো হয়, দুটি ফোনেই রয়েছে অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ৬.০৯ ইঞ্চি ইনসেল টেকনোলোজির এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। ১.৬ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর সম্বলিত জেড২৫ সেটে আছে ৩ জিবি ডিডিআর-৪ র‍্যাম ও জেড১২ সেটে ২ জিবি র‍্যাম এবং রম যথাক্রমে ৩২ ও ১৬ জিবি ইত্যাদি। এ ছাড়া সেট দুটিতে রয়েছে প্যারেন্টাল লক সিকিউরিটি।  

ডিভাইস দুটিতে ব্যবহার করা হয়েছে যথাক্রমে ৪০০০ ও ৩৫০০ অ্যাম্পিয়ারের লি-পলিমার ব্যাটারি। ফোন দুটির দাম যথাক্রমে ৮ হাজার ৯৯০ ও ৭ হাজার ৯৯০ টাকা। সঙ্গে থাকছে একটি মোবাইল ফোনের বান্ডল অফার।