২০২০ সালে প্রযুক্তি খাতে ব্যয় হবে ৪ ট্রিলিয়ন ডলার

single pic templateএ বছর বৈশ্বিক প্রযুক্তি খাতের ব্যয় ৪ ট্রিলিয়ন ডলাবে পৌঁছাবে বলে জানিয়েছে একটি গবেষণা প্রতিবেদন। গার্টনার ইনকরপোরেশন নামের মার্কিন এক প্রতিষ্ঠান এই গবেষণা পরিচালনা করেছে।

ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে বৈশ্বিক প্রযুক্তি খাতে প্রত্যাশিত ব্যয় ৪ ট্রিলিয়ন (৪ লাখ কোটি) ছাড়িয়ে যাবে। এটি গত বছরের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ বেশি।

এ সম্পর্কে প্রতিষ্ঠানটির গবেষক জন ডেভিড লাভলক বলেন, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বৈশ্বিক অর্থনীতি মন্দার দিকে গেছে। কিন্তু ২০১৯ সালে মন্দা দেখা দেয়নি। ২০২০ সালেও প্রযুক্তি ক্ষেত্রে মন্দাভাব আসবে না বলেই আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা কমে আসায় আইটি খাতে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ হচ্ছে। এই ক্ষেত্র থেকে আয় হবে-এমন পূর্বাভাস পেয়েই বিনিয়োগ বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। তবে তারা নিয়মিত বিনিয়োগের ধরন পাল্টাচ্ছেন।

চলতি বছর সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করবে সফটওয়্যার খাত। এই খাতে প্রবৃদ্ধির হার দুই অংকে পৌঁছবে। ২০২০ সালে সফটওয়্যার খাতে প্রবৃদ্ধি হবে ১০ দশমিক ৫ শতাংশ।