ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন আব্দুল্লাহ এইচ কাফি

সম্মাননা গ্রহণ করছেন আবদুল্লাহ এইচ কাফিদেশের তথ্যপ্রযুক্তি খাতকে বিশ্বের দরবারে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ ‌ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন আব্দুল্লাহ এইচ কাফি। ডিজিটাল বাংলাদেশ মেলার সমাপনি অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের হাত থেকে এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (অ্যাসোসিও) সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি এ পুরস্কার গ্রহণ করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আয়োজনে তিনদিনের ডিজিটাল বাংলাদেশ মেলার সমাপনি দিনে পাঁচ ব্যক্তি ও নয় প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম পথিকৃৎ সফল উদ্যোক্তা এবং সংগঠন আব্দুল্লাহ এইচ কাফি বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বর্তমানে জাতিসংঘের অঙ্গসংস্থা ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সদস্য, উইটসার পরিচালক, অ্যাসোসিওর অ্যাওয়ার্ড কমিটির প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আব্দুল্লাহ এইচ কাফি বর্তমানে দেশে ক্যানন পণ্যের অনুমোদিত পরিবশেক জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক। পুরস্কার প্রাপ্তিতে তিনি বলেন, পুরস্কারের চেয়ে দেশের জন্য কাজ করাটাই আনন্দের। আজীবন দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ভূমিকা রেখে যেতে চাই। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কর্মযজ্ঞটি বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে আমার সাধ্যের মধ্যে এখনও কাজ করছি আগামীতেও কারে যাবো।

-বিজ্ঞপ্তি