সাফারিতে নিরাপত্তা ত্রুটি পেলো গুগল

সাফারিতে নিরাপত্তা ত্রুটি পেয়েছে গুগলঅ্যাপলের ব্রাউজার সাফারিতে একাধিক নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছে গুগল। ত্রুটির ফলে ব্যবহারকারীর ব্রাউজিংয়ের ধরন সংক্রান্ত তথ্য বেহাত হওয়ার আশঙ্কা আছে বলে মনে করছে ফিনান্সিয়াল টাইমস। ত্রুটি মূলত পাওয়া গেছে একটি টুলসে যেটা কিনা প্রাইভেসি নিরাপত্তার জন্য করা হয়েছিল। এর মাধ্যমে থার্ড পার্টির যে কেউ সাফারি ব্যবহারকারীর ব্রাউজিংয়ের ধরন সংক্রান্ত সংবেদনশীল তথ্য বের করে নিতে পারবে।

রয়টার্স জানায়, গুগল এই ত্রুটির বিষয়টি গত আগস্ট মাসে অ্যাপলকে জানায়। পরে ডিসেম্বর মাসে অ্যাপলের একজন প্রকৌশলী একটি ব্লগপোস্টে জানান, গুগলের গবেষকদের এটি জানানোর পর তারা সমস্যাগুলোর সমাধান করেছেন। বুধবার অ্যাপলের একজন মুখপাত্র জানান, গুগলের বের করা ত্রুটি এবং ফিনান্সিয়াল টাইমস যে বিষয়টাকে উল্লেখ করেছে সেটা গত বছরই সমাধান করা হয়েছে।

তবে রয়টার্স এ বিষয়ে গুগলের কাছে মন্তব্য জানতে চাইলে গুগল সেসময় কোনও মন্তব্য করেনি।