বিশ্বব্যাপী ফেসবুক ডাউন

ফেসবুকরবিবার (২৬ জানুয়ারি) থেকে বিশ্বব্যাপী ফেসবুক ডাউন হয়ে পড়েছে। বড় রকমের ‘আউটেজ’ ধরা পরেছে মূলত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার কিছু অঞ্চলে। সেসব এলাকায় ব্যবহারকারীরা নিউজ ফিড এবং নোটিফিকেশন দেখতে পারছেন না।

এ বিষয়ে ডাউন ডিটেক্টর সাইট জানায়, তারা চার হাজারেরও বেশি অভিযোগ পেয়েছেন। অভিযোগকারীরা বলেন, তাদের নিউজ ফিড এবং নোটিফিকেশন দেখতে সমস্যা হচ্ছে।

ফেসবুকের সার্ভার স্ট্যাটাস পেজ থেকে বলা হয়েছে, সম্প্রতি আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিম্নমানের পারফরমেন্স পাচ্ছি। ফলে রিকোয়েস্ট রেসপন্স’র সময় বেড়ে গেছে। আমাদের টিম এটি সমাধানের জন্য কাজ করে যাচ্ছে।

আইএএনএস জানায়, ফেসবুক ব্যবহার করতে না পেরে ব্যবহারকারীর অনেকেই টুইটারে এসে অভিযোগ করছেন। অনেকেই টুইট করে বুঝতে চেষ্টা করেন এই আউটেজের সমস্যা শুধু তার একার কিনা।

নিম্নমানের পারফরমেন্স ছাড়া ফেসবুকের পক্ষ থেকে এখনও অন্যকোনও সমস্যার কথা জানানো হয়নি।