মাইক্রোসফট ১০ সংস্করণে রঙিন আইকন

Windows iconবিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট প্রতিনিয়তই উইন্ডোজ সংস্করণগুলোকে ব্যবহারকারীদের কাছে নতুন আঙ্গিকে পৌঁছে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে এবার অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০-এ প্রথাগত একইরকম আইকনের বদলে যুক্ত হতে যাচ্ছে রঙিন আইকন।

এর মাধ্যমে দীর্ঘদিনের ডিজাইনে পরিবর্তন আনছে মাইক্রোসফট। ইতোমধ্যে উইন্ডোজ ১০-এর শতাধিক রঙিন আইকন প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এ তালিকায় রয়েছে ক্যালকুলেটর, গ্রোভ মিউজিক, ভয়েস রেকর্ডার, অ্যালার্ম অ্যান্ড ক্লক, মুভিস অ্যান্ড টিভি, ক্যালেন্ডার ইত্যাদি। এছাড়া নিয়মিত ব্যবহারকারীদের কাজে লাগে এমন নানান আইকনেও লেগেছে রঙ!

মাইক্রোসফট নিজেদের সফটওয়্যার ও সার্ভিস পরিবর্তন এবং আধুনিকীকরণ কাজের অংশ হিসেবে নতুন আইকনগুলো রঙিন করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র।
উইন্ডোজ আইকন রঙিন মেনুসব রঙিন আইকন উইন্ডোজ ১০এক্স অপারেটিং সংস্করণে পাওয়া যাবে বলে জানা গেছে। তবে ইতোমধ্যে যারা উইন্ডোজ ১০ সংস্করণে ল্যাপটপ কিংবা কম্পিউটার ব্যবহার করছেন তারা কীভাবে নতুন আইকন পাবেন সেই বিষয়ে কিছু জানা যায়নি।
অফিস আইকন পরিবর্তনের মধ্য দিয়ে নিজেদের অপারেটিং সিস্টেমের নানান আইকনে নতুনত্ব আনার কার্যক্রম শুরু করেছিল মাইক্রোসফট। শুরুতেই জনপ্রিয় অফিস আইকন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়াননোট ইত্যাদির লোগোতে পরিবর্তন আনা হয়। একইসঙ্গে উইন্ডোজ চালিত স্মার্টফোন সংস্করণে আসে পরিবর্তন। ইতোমধ্যে পরিবর্তন করা হয়েছে মাইক্রোসফট এজ ব্রাউজার।

তথ্যসূত্র: মাইক্রোসফট, দ্য ভার্জ