সাধারণ ক্যামেরা ফোনেই ফেসবুকে ত্রিমাত্রিক ছবি

ফেসবুকসিঙ্গেল ক্যামেরা ব্যবহার করে ফেসবুক অ্যাপের মাধ্যমে ত্রিমাত্রিক ছবি পোস্ট করা যাচ্ছে। সম্প্রতি এ ঘোষণা দিয়েছে ফেসবুক। এখন থেকে বিভিন্ন ধরনের স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে ত্রিমাত্রিক ছবি পোস্ট করা যাবে। ফেসবুক বলছে, এখন থেকে ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করেও ত্রিমাত্রিক সেলফি তৈরি করা যাবে।

ভার্জ সাময়িকী জানায়, ফিচারটি প্রথম বাজারে আসে ২০১৮ সালের অক্টোবরে। তবে আগে এটি সম্ভব হতো পোর্ট্রেইট মোডে এবং ফোনে অন্তত দুই বা ততোধিক ক্যামেরা থাকতে হতো। আবার ত্রিমাত্রিক ছবি নির্ভর করতো কোনও ক্যামেরা দিয়ে ছবি তুলে তারপর ফেসবুক সেটাতে ডেপথ সংযোগ দেওয়ার পরে।

ফেসবুক জানায়, নতুন এই প্রযুক্তিতে কোনও ছবির ভেতরে ত্রিমাত্রিক যেকোনও কাঠামোকে থ্রি-ডি ইফেক্টে পরিণত করে। তারা দাবি করে, আইফোন-৭ বা তার উপরের কোনও ডিভাইস অথবা মাঝারিমানের যেকোনও অ্যানড্রয়েড ডিভাইস ব্যবহার করে এমন ত্রিমাত্রিক ছবি তৈরি করা সম্ভব।