গুগল সার্চে পরিবর্তন

গুগলগুগল সার্চে ছোট একটি পরিবর্তন আনা হয়েছে। নতুন এই পরিবর্তন শুধু ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। সংস্থাটির অফিসিয়াল অ্যাকাউন্ট ‘সার্চলাইজন’র মাধ্যমে দেওয়া এক টুইট বার্তায় এই ঘোষণা দেয় গুগল। নতুন পরিবর্তনের ফলে গুগল ইমেজ নতুন আইকন প্রদর্শন করবে।

এই আইকনগুলো মূলত অনুসন্ধানের ফল প্রস্তাবকারী পেজ, ভিডিও পেজ বা রেসিপিকে প্রতিনিধিত্ব করে।

গুগল আরও জানিয়েছে তারা গত সপ্তাহে যে লাইসেন্সেবল আইকনটি শেয়ার করেছে তা এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সুতরাং এটি এখনই সব ব্যবহারকারীর কাছে দৃশ্যমান হবে না।

গত মাসে গুগল ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য তাদের গুগল সার্চে বেশ কিছু পরিবর্তন আনে। এই পরিবর্তনের ফলে গুগল সার্চে লিংক প্রিভিউ’র পাশে নতুন ‘ফেভআইকন’ প্রদর্শিত হতো। তবে অনেক ব্যবহারকারীর অভিযোগ ছিল এই আইকনের ফল তারা বিজ্ঞাপন এবং অনুসন্ধানের ফলের মধ্যে পার্থক্য করতে পারছে না। এরপরে গুগল ফেভআইকনের জন্য নতুন স্থান নির্ধারণের লক্ষ্যে পরীক্ষা শুরু করে।

একাধিক টুইটের মাধ্যমে গুগল জানিয়েছে, ডেস্কটপ ব্যবহারকারীদের প্রাথমিক পরীক্ষাগুলোও ইতিবাচক ছিল। তবে সংস্থাটি জানিয়েছে তারা ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়াগুলো সবসময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

সূত্র: গেজেটসনাউ