গুগলের লোগোতে নারী দিবস

নারী দিবসে গুগলের ডুডলবিভিন্ন দিবসে সার্চ ইঞ্জিন গুগল নিজেদের লোগোতে পরিবর্তন আনে। আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ লোগো প্রকাশ করেছে এই প্রযুক্তি প্রতিষ্ঠান। এ ধরনের লোগোকে বলা হয় ‘ডুডল’। এবার বিশেষভাবে থ্রিডি সুবিধাযুক্ত লোগো প্রকাশ করেছে গুগল কর্তৃপক্ষ। এতে তুলে ধরা হয়েছে নারীদের নানান ক্ষমতায়নের বিষয়গুলো।
ডুডলটি গুগলে প্রবেশ করলেই চোখে পড়বে। আর লোগোতে ক্লিক করলে তা বড় আকারে ৫৫ সেকেন্ডের ভিডিও হিসেবে দেখা যাচ্ছে। লোগোটিতে থ্রিডি পেপার ভিত্তিক অ্যানিমেশনের মাধ্যমে ৩৫টি নারী চরিত্রের কথা তুলে ধরা হয়েছে, যা তিনটি লেয়ারে ফুটে উঠেছে। লেয়ারগুলো ফুটিয়ে তুলতে ছিল বিশেষ আয়োজন।
প্রথম লেয়ারটি সাদা-কালো, যেখানে মূলত ১৮০০-১৯৩০ সালের নারীদের শ্রম বিষয়ক কার্যক্রম উঠে এসেছে। দ্বিতীয় লেয়ারে ১৯৫০-১৯৮০ সালের সময়কার লিঙ্গসমতার বিষয়গুলো বলা হয়েছে। সবশেষ লেয়ারে ১৯৯০ সাল থেকে বর্তমান সময়ে নারীদের অগ্রগতির ঘটনাগুলো তুলে ধরা হয়েছে, যেখানে স্থান পেয়েছেন বিভিন্ন পেশার নারীরা।
নারী দিবসে গুগল ডুডলের নেপথ্য নকশাএক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, শত প্রতিকূলতা পেরিয়ে নারীরা আজ নিজেরাই স্বাবলম্বী। এখন নানান মাধ্যমে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রজন্মকে নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সময়ের নারীরা। চলতি বছর নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘সমতার বিশ্ব’, যা অনলাইনে #EachforEqual হিসেবে প্রকাশিত হয়েছে।
গুগলের লোগোটি দেখতে চাইলে www.google.com ঠিকানায় যেতে হবে।
তথ্যসূত্র: সিনেট, গুগল ব্লগ