দেশে এলো ওয়েবভিত্তিক নিরাপত্তা প্ল্যাটফর্ম

ওয়েবভিত্তিক নিরাপত্তা প্ল্যাটফর্মঅল ইন ওয়ান ওয়েবভিত্তিক নিরাপত্তা প্ল্যাটফর্ম উন্মুক্ত করেছে চীনের বায়েমেট্রিক সেবাদাতা প্রতিষ্ঠান জেডকেটেকো। সব ধরনের প্রতিষ্ঠানের জন্য ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নিরাপত্তা সেবা দেবে প্রতিষ্ঠানটি। ভি৫০০ মডেলের এই ওয়েব সেবাটি এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে।

জেডকে বায়োসিকিউরিটিতে নতুন মাইক্রোসার্ভিস মাল্টিপয়েন্ট ডিসট্রিবিউটেড ডেপ্লয়মেন্ট আর্কিটেকচার ও উন্নত ডাটাবেজ ব্যবহার করা হয়েছে। এর ব্রাউজার ও সিস্টেম সক্ষমতাও উন্নত হয়েছে। এছাড়া অ্যাড অন ফিচার যুক্ত করে এটাকে সহজ ও ব্যবহারবান্ধব বায়োমেট্রিক একসেস কন্ট্রোল হিসেবে ব্যবহার করা যায়। বিস্তারিত জানা যাবে www.zkteco.com.bd সাইটে ভিজিট করে।

-বিজ্ঞপ্তি