অ্যামেচার রেডিও নিয়ে হয়ে গেলো প্রদর্শনী

প্রদর্শনীতে দেখানো হলো অ্যামেচার রেডিওর ব্যবহারঅ্যামেচার রেডিও নিয়ে প্রদর্শনী হয়ে গেলো শুক্রবার (১৩ মার্চ) গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকার ফাউগান ইকো রিসোর্টে। দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করে দেশের অ্যামেচার রেডিও অপারেটরদের নিয়ে ফেসবুকভিত্তিক সংগঠন বাংলাদেশ অ্যামেচার রেডিও ক্লাব (বিএআরসি)। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।

আয়োজকরা বলেন, অ্যামেচার রেডিও বা হ্যাম রেডিও পরিচালনা করা হয় মূলত শখ থেকে। শখের বিষয় হলেও এতে জ্ঞান অর্জনেরও সুযোগ মেলে। এটি একটি বিজ্ঞানমনস্ক শখ হওয়ায় ইলেকট্রনিকসসহ বেতার তরঙ্গ নিয়ে অধ্যয়নের সুযোগ রয়েছে।

এছাড়া দুর্যোগের সময় টেলিযোগাযোগেরও অন্যতম মাধ্যম এটি। প্রাকৃতিক দুর্যোগের সময় যখন সব ধরনের টেলিযোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে যায় তখন অ্যামেচার রেডিও অপারেটররা তাদের বেতার যন্ত্রের সাহায্যে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক তথ্য দেশ-বিদেশের সরকারি-বেসরকারি সংস্থা এবং হ্যামদের কাছে তুলে ধরেন। অংশ নেন উদ্ধার কাজেও।

প্রদর্শনীতে বিভিন্ন ধরনের অ্যামেচার রেডিও যেমন ওয়াকিটকি, বেজ রেডিও, অ্যান্টেনা, এসডাব্লিউআর মিটারসহ বেতার যন্ত্রাংশ ও টুলস প্রদর্শন করা হয়। বিতরণ করা হয় অ্যামেচার রেডিও সম্পর্কিত লিফলেট।

প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের অ্যামেচার রেডিও সম্পর্কে ধারণা দেওয়া হয়। যাতে করে আগামীতে তারা অ্যামেচার রেডিও সম্পর্কে জানতে পারে।

প্রসঙ্গত, অ্যামেচার রেডিও সাধারণত নির্দিষ্ট বেতার তরঙ্গে অবাণিজ্যিকভাবে তথ্য আদান প্রদান, গবেষণা, ব্যক্তিগত প্রশিক্ষণ ও জরুরি অবস্থায় ব্যবহৃত একটি টেলিযোগাযোগ সার্ভিস।