স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

Captureবাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ)  সার্চ জায়ান্ট গুগল ডুডল প্রকাশ করেছে। বিশেষ বিশেষ দিবস উপলক্ষে গুগল ডুডল প্রকাশ করে থাকে। বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস, জাতীয় উৎসব, বিশিষ্ট কোনও মানুষের জন্মদিন উপলক্ষে গুগল ডুডল প্রকাশ করে। এবারের স্বাধীনতা দিবসেও তার ব্যতিক্রম হয়নি।

গুগলে প্রবেশ করলেই দেখা যাচ্ছে স্বাধীনতা দিবসের ডুডল। একটা  সবুজ রঙের বারে ইংরেজি হরফে গুগল লেখা। তার ওপরে লাল রঙের বর্ডার দিয়ে তার ভেতরে জলাশয়ের মতো দৃশ্য সেখানে ফুটেছে লাল শাপলা।

জলাশয়ে ফুটেছে ৫টা লাল শাপলা। সবুজ পাতার মাঝে লাল শাপলা আমাদের গর্বের  লাল-সবুজ পতাকাকেই মূর্ত করে তুলেছে।