হ্যাকারদের টার্গেট ছিল ১৩০ অ্যাকাউন্ট

টুইটার

এক সপ্তাহের মধ্যে ১৩০টি টুইটার অ্যাকাউন্টে আক্রমণের লক্ষ্য ছিল হ্যাকারদের। এই অ্যাকাউন্টগুলো মূলত বিশিষ্ট ব্যক্তি ও বিখ্যাত প্রতিষ্ঠানের, এমনটাই দাবি টুইটারের।

রয়টার্স জানিয়েছে, গত বুধবার (১৫ জুলাই) হ্যাকাররা টুইটারের অভ্যন্তরীণ সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর তারা ডোনাল্ড ট্রাম্পসহ রাজনীতি, মিডিয়া ও প্রযু্ক্তি জগতের বড় বড় ব্যক্তির অ্যাকাউন্ট ছিনতাই করে। হ্যাকিংয়ের উদ্দেশ্য ছিল বিট কয়েনের মতো ডিজিটাল কারেন্সির নিয়ন্ত্রণ নেওয়া।

এদিকে টুইটার তার বিবৃতির শেষ দিকে উল্লেখ করেছে, হ্যাকাররা তাদের লক্ষ্যমাত্রার কিছুমাত্র অর্জন করতে পারে এবং একটি ঠিকানা থেকে তারা টুইট করতে থাকে। টুইটার আরও জানায়, ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলো ঠিক করার জন্য তারা কাজ করে যাচ্ছে। এ বিষয়ে তদন্তের নেতৃত্ব দিচ্ছে এফবিআই। আইন প্রয়োগকারী সংস্থা জানায়, আক্রমণকারীরা মূলত ক্রিপ্টোকারেন্সি জালিয়াতি করার চেষ্টা করেছে। এদিকে একটি ব্লকচেইন রেকর্ড থেকে জানা যায়— এ পর্যন্ত তারা এক লাখ ডলারের বেশি আয় করে ফেলেছে।