ইমোতে বাংলা ট্রিবিউনের খবর

117821653_291351931956700_86232543254484858_nতাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের জনপ্রিয় সেবা ইমো’তে (IMO) পড়া যাবে দেশের পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের খবর। ফলে বাংলাদেশের পাশাপাশি মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালেয়েশিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের ইমো ব্যবহারকারী বাংলাদেশিরা সহজে সবশেষ খবর পাবেন। সম্প্রতি এ বিষয়ে ইমো ও বাংলা ট্রিবিউনের মধ্যে একটি চুক্তিস্বাক্ষর হয়েছে।

ইমো’র বিজনেস পরিচালক মোহাম্মদ রাশেদুল হক উল্লেখ করেন, বাংলাদেশে ইমো ব্যবহার করে ১৫ কোটি ফ্রি কল, অসংখ্য ভিডিও কল ও ছবি বন্ধু, পরিবার ও স্বজনদের পাঠাচ্ছেন ব্যবহারকারীরা। তিনি বলেন, ‘বিশ্বে প্রায় ২১ কোটি মানুষ প্রতি মাসে ইমো ব্যবহার করে, যা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ও জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং (আইএম) অ্যাপ্লিকেশন।’


ইমো’র রিজিওনাল ম্যানেজার অ্যালেক্স লি বলেন, “ইমো’র মাধ্যমে ফ্রি এইচডি কল করা যায় এবং অন্যান্য আইএম অ্যাপ্লিকেশন থেকে প্রায় শতকরা ৩০ ভাগ ডেটা কম খরচ হয়। এছাড়া ইমোতে ১ লাখ সদস্য নিয়ে গ্রুপ করা যায়।’
ইমোতে ১০ লাখেরও বেশি সক্রিয় গ্রুপ আছে বলেও জানান অ্যালেক্স লি। 

ইমো ব্যবহারকারীরা বাংলা ট্রিবিউনের খবর পেতে https://imo.onelink.me/RAdY/7406a4d3 লিংকে যুক্ত হয়ে যেতে পারেন ইমো’র বাংলা ট্রিবিউন চ্যানেলে।