গ্রামীণফোনের লোগোতে শোকের রঙ

লোগোতে ফুটে উঠেছে শোকের আবহজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শোক জানিয়ে ফেসবুকে নিজেদের লোগো পরিবর্তন করেছে গ্রামীণফোন।পরিবর্তিত এই লোগোতে ফুটে উঠেছে শোকের আবহ।

১৫ আগস্টের প্রথম প্রহর থেকে ফেসবুকে গ্রামীণফোনের লোগোটি এমন দেখাচ্ছে। প্রোফাইল পিকচার বদলের এক ঘণ্টায় প্রায় ২৯ হাজার লাইক, ২ হাজার কমেন্ট ও ১০২টি শেয়ার হয়েছে।

রাতে (রাত ১টায়) ফেসবুক ঘেঁটে রবি, বাংলালিংক, এয়ারটেল মোবাইল অপারেটরের বেলায় এমনটা দেখা যায়নি। সবার প্রোফাইল পিকচারে আগের ছবি বা লোগো শোভা পাচ্ছে। এমনকি রাষ্ট্রায়াত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের লোগোও ছিল আগের মতো। জাতীয় শোক দিবসের কোনও আবহ ছিল না।