অ্যান্ড্রয়েডে পাসওয়ার্ড অটোফিল ফিচার নিয়ে এলো গুগল

পাসওয়ার্ড অটোফিল ফিচার এখন অ্যান্ড্রয়েডেঅ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে গুগল। এই ফিচারের নাম পাসওয়ার্ড অটোফিল। ফিচারটির সাহায্যে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ কিছু দরকারি তথ্য স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করা হবে।

অ্যান্ড্রয়েড পুলিশের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানায়, এরইমধ্যে ফিচারটি পেয়ে গেছেন অনেক ব্যবহারকারী। বাকিরা সিস্টেম আপডেট করলেই পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সেটিংস থেকে যথাক্রমে গুগল>অটোফিল>অটোফিল উইথ গুগল>অটোফিল সিকিউরিটি>ক্রেডেনশিয়ালস অপশনগুলোতে গিয়ে ফিচারটি চালু করতে পারবেন।

পাসওয়ার্ড অটোফিল ফিচার চালু হলে বেশকিছু সুবিধা পাওয়া যাবে। অনেক অ্যাপ আছে যেগুলোতে প্রবেশ করতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ডের প্রয়োজন হয়। ব্যবহারকারীর অনুমোদন সাপেক্ষে এই কাজটি স্বয়ংক্রিয়ভাবে করে দেবে পাসওয়ার্ড অটোফিল ফিচার। অর্থাৎ, অ্যাপে প্রবেশ করতে ব্যবহারকারীকে নতুন করে কোনও তথ্য লিখতে হবে না।

প্লে-স্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলোতে প্রবেশ করতে ব্যবহারকারীর বিভিন্ন তথ্যের প্রয়োজন হয়। ওইসব অ্যাপ ব্যবহার করতে হলে বারবার তথ্য দিতে হতো। কিন্তু পাসওয়ার্ড অটোফিল ফিচারের কারণে এটি আর করতে হবে না। এতে সময় বাঁচবে  এবং জটিলতা কমবে বলে মনে করছে গুগল কর্তৃপক্ষ।