গ্রামীণফোনের ৫০০ টাওয়ার তৈরি করবে ইডটকো

গ্রামীণ ফোনগ্রামীণফোনের জন্য ৫০০ মোবাইল টাওয়ার তৈরি করে দেবে ইডটকো। সম্প্রতি ইন্টিগ্রেটেড টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে গ্রামীণফোন। এ চুক্তির মাধ্যমে দেশজুড়ে কানেক্টিভিটির সম্ভাবনা উন্মোচনে ইডটকো বাংলাদেশ গ্রামীণফোনের জন্য টাওয়ার স্থাপনের পরিকল্পনা করছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র চেয়ারম্যান জহুরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশে মোবাইল টাওয়ার ব্যবস্থাপনার জন্য এটি একটি ইতিবাচক যাত্রার শুরু, যা গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রয়োজন। আমরা আশা করছি, এই উদ্যোগটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে।’

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘গ্রামীণফোন সবসময়ই গ্রাহকদের চাহিদার বিষয়ে গুরুত্ব প্রদান করে। টাওয়ার সম্প্রসারণ গ্রাহকদের উন্নত সেবাদানে এবং ডিজিটাল বাংলাদেশের সম্ভাবনা উন্মোচনে আমাদের প্রতিশ্রুতি পূরণে সহায়তা করবে।’ 

প্রসঙ্গত, গ্রামীণফোনের ১৬ হাজারের বেশি টাওয়ার সাইট রয়েছে, যার মধ্যে ১৩ হাজারের বেশি টাওয়ার ফোরজি সেবা দিচ্ছে।