২০২১ সালে আসছে না গ্যালাক্সি নোট!

eeপ্রতি বছর স্যামসাং প্রেমীরা গ্যালাক্সি নোটের অপেক্ষায় থাকেন। প্রিমিয়াম এই স্মার্ট ফোনটির জনপ্রিয়তা স্যামসাংয়ের অন্য মডেলগুলোর চেয়ে অনেক বেশি। তারপরও ২০২১ সালে এটির নতুন কোনও সংস্করণ বাজারে আসবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানিয়েছে, আগামী বছর গ্যালাক্সি নোট ফোন বাজারে না-ও আনতে পারে স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেড। বিষয়টি সম্পর্কে অবগত এমন একজন বলেছেন, করোনাভাইরাসের প্রভাবে হাই-এন্ড স্মার্ট ফোনের চাহিদা অনেক কমে গেছে। এ কারণেই গ্যালাক্সি নোট না আনার সিদ্ধান্ত নিতে পারে স্যামসাং।

স্যামসাং গ্যালাক্সি নোট বেশি জনপ্রিয় এর বড় স্ক্রিনের জন্য। এছাড়া এতে আছে অত্যাধুনিক নোট-টেকিং সুবিধা। স্যামসাংয়ের আরও একটি প্রিমিয়াম সিরিজের স্মার্ট ফোন হলো গ্যালাক্সি এস। দুটি প্রিমিয়াম সিরিজের মধ্যে ২০২১ সালে গ্যালাক্সি নোট বাজারে না আসার সম্ভাবনা অনেক বেশি।

তিনটি সূত্রের বরাত দিয়ে গেজেটস নাউ জানিয়েছে, এখন পর্যন্ত ২০২১ সালে গ্যালাক্সি নোট বাজারে আনার কোনও পরিকল্পনা নেই দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাংয়ের। তবে স্যামসাং এস সিরিজের নতুন সংস্করণ বাজারে আসার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেছেন তারা।

প্রসঙ্গত, নোট সিরিজের প্রথম স্মার্ট ফোন স্যামসাং বাজারে আনে ২০১১ সালে। তখন বড় স্ক্রিনের ফোন হিসেবে এটি ব্যাপক সাড়া ফেলে। নোটের সহায়তায় ওই বছর অ্যাপলকে টপকে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় স্মার্ট ফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নেয় স্যামসাং।