একসঙ্গে কাজ করবে নগদ ও গ্রামীণফোন

PR-visual_GP-Conversionবাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’ মোবাইলফোন অপারেটর গ্রামীণফোনের গ্রাহকদের জন্য আর্থিক অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোনের সাড়ে সাত কোটি গ্রাহক চাইলেই সহজে ‘নগদ’-এর সেবা নিতে পারবেন।

সম্প্রতি ‘নগদ’ ও গ্রামীণফোনের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।  চুক্তির ফলে গ্রামীণফোনের গ্রাহকরা তাদের মোবাইল ফোন থেকে *১৬৭# ডায়াল করে পিন সেট করলেই ‘নগদ’ এর গ্রাহক হয়ে যাবেন।  গত কয়েক মাস ধরে পরীক্ষামূলকভাবে ‘নগদ’র অ্যাকাউন্ট খোলার এই সেবা পেয়ে আসছিলেন গ্রামীণফোনের গ্রাহকরা।  এছাড়া গ্রামীণফোনের গ্রাহকরা ‘নগদ’র অ্যাপ ডাউনলোড করে পিন সেট করলেও হয়ে যেতে পারবেন নগদের গ্রাহক।

বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে গ্রামীণফোনের গ্রাহকদের জন্য ‘নগদ’ এই প্রযুক্তিগত উদ্ভাবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।  অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ‘নগদ’ ও গ্রামীণফোনের এই যৌথপথ চলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব আফজাল হোসেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক বিভাগের মহাপরিচালক সিরাজ উদ্দিন, ‘নগদ’র ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) ইয়াসির আজমান অংশ নেন।

মোস্তাফা জব্বার বলেন, ‘কোনোরকম ঝক্কি ঝামেলা ছাড়াই ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট খোলার এই প্রক্রিয়া চালু করায় ‘নগদ’ এবং গ্রামীণফোনকে আমি ধন্যবাদ দিতে চাই। ফলে বাংলাদেশের সাধারণ জনগণের আর্থিক অন্তর্ভুক্তিতে অংশ নিতে আর কোনও বাধা কিংবা দীর্ঘসূত্রতা থাকবে না। এই উদ্যোগ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা পালন করবে।’

নগদ’র ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘আমাদের জানা মতে, এত সহজে কোনও ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট খোলার কোনও নজির কোথাও নেই।’  

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘নগদের সঙ্গে এই পার্টনারশিপের ফলে গ্রামীণফোনের গ্রাহকরা সহজেই আর্থিক লেনদেনের সুযোগ পাবেন।’