উইন্ডোজ সেভেন’র ব্যবহারকারী এখনও ১০ কোটি

উইন্ডোজ সেভেন

উইন্ডোজ সেভেনের আপডেট দেওয়া বন্ধ হয়েছে প্রায় এক বছর হলো।  তারপরও অনেক ব্যবহারকারী নতুন অপারেটিং সিস্টেম গ্রহণ করেননি।  বিভিন্ন হিসাব বলছে, এখনও অন্তত ১০ কোটি কম্পিউটারে এই অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেক রাডারের এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের ১৪ জানুয়ারি উইন্ডোজ সেভেননের সিকিউরিটি আপডেট সরবরাহ বন্ধ করে দেয় মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির এমন পদক্ষেপের পরপরই ব্যবহারকারীরা নতুন অপারেটিং সিস্টেমের ব্যাপারে আগ্রহী হন।

তবে এখনও অনেক ব্যবহারকারী উইন্ডোজ সেভেন ব্যবহার করছেন। এ প্রসঙ্গে উইন্ডোজবিষয়ক লেখক এড বট বলেন, ‘গত ১২ মাসে উইন্ডোজ সেভেন ব্যবহারকারীর সংখ্যা অনেক কমেছে।  তারপরও এখনও পর্যন্ত অন্তত ১০ কোটি কম্পিউটারে এটি চলছে।’  বটের ধারণা, উইন্ডোজ সেভেন ব্যবহারকারীর সংখ্যা আরও বেশিও হতে পারে।

গত বছর বেশ কয়েকজন বিশ্লেষকের সঙ্গে উইন্ডোজ সেভেনের ব্যবহার নিয়ে আলোচনা করেন বট।  বিশ্লেষকদের সঙ্গে করা সেসব আলোচনা থেকে তিনি সিদ্ধান্তে আসেন যে, উইন্ডোজ সেভেনের সিরিউরিটি আপডেট সরবরাহ বন্ধ করা হলেও বিশ্বজুড়ে ২০ কোটি কম্পিউটারে অপারেটিং সিস্টেমের এই ভার্সনটি ব্যবহৃত হতে পারে।

২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বট দেখান, উইন্ডোজ সেভেন ব্যবহৃত হয়, এমন কম্পিউটারের সংখ্যা ১৮ দশমিক ৯ শতাংশ থেকে ৮ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। উইন্ডোজ অপারেটিং নিয়ে কাজ করে এমন অন্য কয়েকটি প্রতিষ্ঠানের হিসাবও প্রায় কাছাকাছি।