কনজিউমার ইলেকট্রনিক্স শো’তে এলজির চোখ ধাঁধানো ফোন

অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রযুক্তি জগতের জনপ্রিয় বার্ষিক প্রদর্শনী কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস)। প্রতি বছর বেশ জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠান আয়োজন করা হলেও এবার করোনার কারণে তা সম্ভব হয়নি। বিভিন্ন জটিলতা পাশ কাটিয়ে সোমবার (১১ জানুয়ারি) থেকে প্রদর্শনী শুরু হয়েছে, যা চলবে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) পর্যন্ত।

কনজিউমার ইলেকট্রনিক্স শো’র প্রথম দিনেই চমক দেখিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি। তারা চোখ ধাঁধানো একটি স্মার্টফোন প্রদর্শন করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এলজির নতুন ধরনের স্মার্টফোনটির স্ক্রিন প্রসারিত এবং সংকুচিত করা যায়।

বর্তমানে স্মার্টফোনের বাজারে চলছে ফোল্ডিং বা ভাঁজযোগ্য ফোনের প্রতিযোগিতা। কিন্তু এলজি সেই প্রতিযোগিতায় প্রবেশ না করেও সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। তাদের ফোনের স্ক্রিন প্রয়োজনে বড় এবং ছোট করা যাবে, যা উপস্থাপনার শেষের দিকে একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রদর্শনীতে ব্যতিক্রমী স্মার্টফোনটি সবার নজর কাড়লেও এটি সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানায়নি এলজি। ফোনটির বাকি সব ফিচার কেমন হবে, কোথায় প্রথম ছাড়া হবে, এমনকি কবে বাজারে আসবে— এ সম্পর্কেও কিছু জানায়নি দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি প্রতিষ্ঠান।