মোবাইল সংযোগ ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে

দেশে মোবাইলফোনের সংযোগ সংখ্যা বেড়েছে।  একইসঙ্গে বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিটিআরসি’র প্রতিবেদন দেখা গেছে, গত ডিসেম্বর মাস পর্যন্ত মোবাইল সংযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ১ লাখ ৩৭ হাজার।  নভেম্বরে এ সংখ্যা ছিল ১৬ কোটি ৮৩ লাখ৬৭ হাজার। অপরদিকে ডিসেম্বরের শেষ নাগাদ  ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ১৮ লাখ ৭৫ হাজারে,  নভেম্বরে যা ছিল ১১ কোটি ৫ লাখ ৬১ হাজার।

মোবাইল সংযোগে (সক্রিয়) শীর্ষে রয়েছে গ্রামীণফোন,  সংখ্যা ৭ কোটি ৯০ লাখ ৩৭ হাজার।  ৫ কোটি ৯ লাখ ১ হাজার গ্রাহক নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রবি।  আর প্রায় ৫০ লাখ গ্রাহক নিয়ে সবার নিচে রয়েছে টেলিটক।  বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৩ কোটি ৫২ লাখ ৭২ হাজার।

অপরদিকে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ২৩ লাখ ৫৩ হাজার। বেড়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও,  ডিসেম্বর মাসের ৩১ তারিখ নাগাদ এই সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ লাখ ২২ হাজারে।/এইচএএইচ/এপিএইচ/