ভ্যাকসিনবিষয়ক ‘সুরক্ষা অ্যাপ’ ২৫ জানুয়ারি হস্তান্তর

করোনা ভ্যাকসিন বিষয়ক অ্যাপ ‘সুরক্ষা’র নির্মাণকাজ শেষ হয়েছে। সব ধরনের প্রস্তুতি পর্বও সম্পন্ন হয়েছে। আগামী ২৫ জানুয়ারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ স্বাস্থ্য মন্ত্রণালয়কে অ্যাপলিকেশনটি হস্তান্তরের মাধ্যমে বুঝিয়ে দেবে। বৃহস্পতিবার রাতে (২১ জানুয়ারি) বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেন, ‘সুরক্ষা প্ল্যাটফর্মটি হবে একটি ওয়েব অ্যাপলিকেশন। এটি www.surokkha.gov.bd ঠিকানায় থাকবে।  এটা হোস্ট করা হবে দেশের ন্যাশনাল ডাটা সেন্টারে। ফলে যতজন এটাতে নিবন্ধন করতে চাইবেন, সেভাবে এর সক্ষমতা বাড়ানো যাবে।’

তিনি আরও বলেন, ‘এটাতে দেশের নাগরিকদের ডিজিটাল রেজিস্ট্রেশন শুরু হবে। স্মার্টফোনেও অ্যাপলিকেশনটি ব্যবহার করে ভ্যাকসিনের জন্য নাম নিবন্ধন করা যাবে।’

পলক বলেন, ‘অ্যাপলিকেশনটির মোবাইল ভার্সন আমরা রেডি করে রেখেছি। স্বাস্থ্য মন্ত্রণালয় যখনই চাইবে, তখনই আমরা এটি দিয়ে দিতে পারবো।’

তিনি জানান, ওয়েব অ্যাপলিকেশনে ১৮ বছরের ঊর্ধ্ব বয়সীদের নিবন্ধন করা যাবে। ফলে কোনও ধরনের সমস্যা ছাড়াই নিবন্ধন সম্পন্ন করা যাবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, করোনার টিকা গ্রহীতাদের জন্য ডাটাবেজ তৈরিতে যে অ্যাপ তৈরি করা হয়েছে, তা সম্পন্ন করেছেন আইসিটি বিভাগের প্রোগ্রামাররা। এ জন্য কোনও টাকাই খরচ হচ্ছে না। আইসিটি বিভাগের একটি ডাটাবেজ সফটওয়্যার আগে থেকেই তৈরি করা আছে। সেই ডাটাবেজের ওপর ‘সুরক্ষা প্ল্যাটফর্ম’ তৈরি করা হয়েছে। আইসিটি  নিজেদের জনবল, অফিস, সোর্স ব্যবহার করে কাজটি করা হয়েছে। ফলে এর জন্য কোনও টাকাই খরচ হয়নি।