রেকর্ড আয়ে বছর শেষ করলো টুইটার

২০২০ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। ২০১৯ সালের শেষ প্রান্তিকের তুলনায় এই সময়ে ২৮ শতাংশ বেশি আয় করেছে প্রতিষ্ঠানটি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চতুর্থ প্রান্তিকে ব্যবহারকারীর সংখ্যা ৫০ লাখ বেড়ে ১৯ কোটি ২০ লাখে দাঁড়িয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যবহারকারীর সংখ্যা ২০ শতাংশ বাড়তে পারে বলেও ধারণা করছে প্রতিষ্ঠানটি।

গত ৮ জানুয়ারি সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করে টুইটার।  এ ঘটনায় বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছিলেন, এর ফলে প্রতিষ্ঠানটির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

কিন্তু টুইটার প্রধান জ্যাক ডরসি বলেন, নির্দিষ্ট কোনও টপিক বা অ্যাকাউন্টের তুলনায় আমাদের প্ল্যাটফর্ম অবশ্যই অনেক বড় কিছু।  আমাদের সেবা বিশ্বব্যাপী বিস্তৃত।  শুধু একটি সংবাদ নিয়ে বসে থাকলে আমাদের চলে না।  ডরসি আরও বলেন, এ ঘটনার পর নতুন ছয় হাজার টপিক নিয়ে আলোচনা করেছেন ব্যবহারকারীরা।

মার্কিন প্রতিষ্ঠানটি জানায়, টুইটারের ৮০ শতাংশ ব্যবহারকারীই যুক্তরাষ্ট্রের বাইরের নাগরিক।

উল্লেখ্য, ২০২০ সালে টুইটারে নতুন সাড়ে পাঁচ হাজার কর্মী যুক্ত হন।