শিশুর কান্নার অর্থ বলবে অ্যাপ

শিশুর কান্নার অর্থ বলবে এই অ্যাপ

যারা প্রথমবারের মতো মা হন তাদের অনেকেই শিশুর কান্নার প্রকৃত অর্থ বুঝতে পারেন না। ফলে বিপদে পড়ে যান সেসব মায়েরা। থামাতে পারেন না শিশুর সেই কান্না।

তবে এখন আর এই বিষয় নিয়ে চিন্তার কিছু নেই। কারণ, সমাধান হাতের কাছেই। সম্প্রতি একদল গবেষক নতুন একটি স্মার্টফোন অ্যাপ তৈরি করেছে যা শিশুর কান্নার প্রকৃত অর্থ বলে দিতে পারবে।

নতুন এই অ্যাপের নাম- ইনফ্যান্ট ক্রাইস ট্রান্সলেটর। এই অ্যাপটি ইয়ুনলিনের ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি হসপিটালে তৈরি করা হয়। এটা কাজ করে শিশুদের কান্নার শব্দ রেকর্ড করার মাধ্যমে।

অ্যাপটি তৈরি করতে গবেষকরা সদ্য জন্ম নেওয়া ১০০ শিশুর কাছ থেকে দুই লাখ কান্নার শব্দ সংগ্রহ করেন।

যখন শিশু কাঁদবে তখন ব্যবহারকারীকে ১০ সেকেন্ডের জন্য রেকর্ডিং বাটন চাপতে হবে। তারপর এটা ক্লাউড ড্রাইভে জমা হবে। প্রক্রিয়াকরণের পর অ্যাপটি ১৫ সেকেন্ডের মধ্যে কান্নার শব্দের বিশ্লেষণ করে সেই ফল ব্যবহারকারীর মোবাইলফোনে পাঠিয়ে দেবে।

এই অ্যাপটি চার ধরনের কান্নার অর্থ বুঝতে পারে। এগুলো হলো- শিশুর ক্ষুধার কান্না, ডায়াপার বদলানো, ঘুমানো ও ব্যথার কান্না।

অ্যাপ প্রসঙ্গে এর অন্যতম গবেষক চাং চুয়ান ইয়ু বলেন, এখন পর্যন্ত ব্যবহারকারীদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা এর নির্ভুলতা যাচাইয়ের চেষ্টা করেছি। এতে দুই সপ্তাহের কম বয়সী ৯২ শতাংশ শিশুর কান্নার শব্দের প্রকৃত অর্থ বোঝা সম্ভব হয়েছে।

শিশুর বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপটির কার্যক্ষমতা কমে যায়। তবে গবেষকরা মনে করেন ছয় মাসের কম বয়সী শিশুর ক্ষেত্রে অ্যাপটি ভালো কাজ করবে। অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/