ই-কমার্সের জন্য ফেসবুকের নতুন উদ্যোগ

ই-কমার্স থেকে আয় করতে নতুন ফিচার নিয়ে আসছে ফেসবুক। শুরুতেই ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান ইনস্টাগ্রামে এ ধরনের ফিচার চালু করা হবে। নতুন এই ফিচারের সাহায্যে অ্যাপ ও নির্দিষ্ট মার্কেটপ্লেসে ক্রেতাদের বিভিন্ন পণ্য ক্রয়ের জন্য সুপারিশের মাধ্যমে আয় করতে পারবেন কনটেন্ট ক্রিয়েটররা। মঙ্গলবার (২৭ এপ্রিল) ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এ কথা বলেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট এর প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরির সঙ্গে সরাসরি এক ভিডিও আলাপচারিতার সময় মার্ক জাকারবার্গ নতুন ফিচার আনার বিষয়টি জানান। এ সময় জাকারবার্গ আরও জানান, ই-কমার্সকে সামনের দিকে নিয়ে যেতে ‘ক্রিয়েটর শপস’ নামের প্ল্যাটফর্ম চালু করবে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

‘ক্রিয়েটর ইকোনমির’ সঙ্গে যুক্তদের আরও উৎসাহ দেওয়ার জন্য এবং তাদের সমর্থনে এসব ঘোষণা দিয়েছে ফেসবুক। ক্রিয়েটর ইকোনমি এমন একটি ব্যবস্থা যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাব বিস্তারকারী, সাংবাদিক এবং অন্যরা তাদের অনুসারীদের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন- ক্লাবহাউস, ইউটিউব, সাবস্ট্যাক ইত্যাদি থেকে সরাসরি অর্থ আয় করছে।

ক্রিয়েটর ইকোনমিতে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো আয় বৈষম্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে শীর্ষ জনপ্রিয় ব্যক্তিরা অনেক বেশি আয় করছে। অন্যদিকে তুলনামূলক ছোট ক্রিয়েটরদের টিকে থাকার সংগ্রাম করতে হচ্ছে। এই সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেসবুক। প্রতিষ্ঠানটির উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হলে ছোট ক্রিয়েটররা যারা ব্র্যান্ডের জন্য দারুণ সব কাজ করছে তারা আরও বেশি আয় করতে পারবে।

ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ ঘোষিত এসব ফিচার কবে আসবে তা নিশ্চিত করা হয়নি। জাকারবার্গও এ বিষয়ে কিছু বলেননি।