ই-কমার্স চালু করলো বেসিস

দেশের সফটওয়্যার ও সেবাপণ্য নির্মাতাদের সংগঠন বেসিসও চালু করলো ই-কমার্স। শনিবার (১৮ সেপ্টেম্বর) সংগঠনটির ২২তম বার্ষিক সাধারণ সভায় ‘বেসিস ডিজিটাল শপ’-এর উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে জানানো হয়, বেসিস সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীরা ছাড়াও দেশ-বিদেশ থেকে যেকেউ বেসিস ডিজিটাল শপ থেকে কেনাকাটা করতে পারবেন এবং কেনাকাটার ক্ষেত্রে বিশেষ ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।

বেসিসের ডিজিটাল শপে প্রবেশ করে দেখা গেছে, এই অনলাইন শপে বেসিস লোগোওয়ালা মাস্ক, পোলো শার্ট, কোটপিন, মগ, কার্ড হোল্ডার বিক্রি হচ্ছে ২০ থেক ৫০ শতাংশ ছাড়ে।

রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। বেসিস সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ বেসিসের ২০২০ সালের কার্যবিবরণী তুলে ধরেন। অপর সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান বিগত ২০১৯-২০২০ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন।

বার্ষিক সাধারণ সভার আগে একই ভেনুতে বেসিস সংঘবিধি সংশোধনের লক্ষ্যে অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়।