ইউটিউবে ডিজলাইক অপশনে বড় পরিবর্তন

অনলাইন হয়রানি থেকে ক্রিয়েটরদের সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ইউটিউব। এর অংশ হিসেবে ডিজলাইক ভিডিও অপশনে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে গুগলের মালিকানাধীন এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। 

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, নতুন নীতি অনুযায়ী ভিডিও এবং লাইভ স্ট্রিম উভয় ক্ষেত্রেই ডিজলাইকগুলো গোপন রাখা হবে। অর্থাৎ আগের মতো এখন আর ডিজলাইকের সংখ্যা দেখতে পাবে না সবাই। বৃহস্পতিবার (১১ নভেম্বর) থেকেই এটি কার্যকর শুরু হয়েছে।

ইউটিউব লাইক-ডিজলাইক

অবশ্য পরিবর্তনের পরও ইউটিউবে লাইক বাটনের পাশে ডিজলাইক বাটন থাকবে। এমনকি যে কেউ ইচ্ছামতো কোনও ভিডিওতে ডিজলাইক দিতে পারবেন। তবে কত ডিজলাইক সেখানে পড়েছে তা দেখার সুযোগ থাকছে না সাধারণ ব্যবহারকারীদের। অবশ্য ক্রিয়েটররা স্টুডিওতে গিয়ে ডিজলাইক সংখ্যা দেখতে পাবেন।

জানা গেছে, পরীক্ষা-নিরীক্ষার পর নতুন এই নীতি চালুর সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। ডিজলাইক গোপন রাখা হলে ক্রিয়েটরদের জন্য তা সুফল বয়ে আনে কিনা তা দেখতে চলতি বছরের জুলাইয়ে একটি পরীক্ষা চালানো হয়। তাতে ইতিবাচক ফল আসায় আনুষ্ঠানিকভাবে সুবিধাটি চালু করা হলো।