প্যাকম্যান গেম আসছে ফেসবুকে

মাল্টি প্লেয়ার প্যাকম্যান গেম খেলা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এটি একটি ক্ল্যাসিক গেম। সংবাদমাধ্যম ভার্জ জানায়, গেমটি ফেসবুকের জন্য নতুনভাবে বানানো হয়েছে। চলতি মাসেই এটি চালু হবে।

একসঙ্গে একাধিক ব্যবহারকারী খেলতে পারে এই গেম। প্যাকম্যান কমিউনিটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে একজনের সঙ্গে আরও তিনজন মিলে খেলতে পারে।

গেমের ভেতরে ভূতের কাছে থেকে নিজেদের রক্ষা করতে হয়। সেই সঙ্গে প্রত্যেকের জন্য আলাদা স্কোরিংয়ের ব্যবস্থা রয়েছে। বন্ধুদের সঙ্গে নিজস্ব রুম তৈরি করে খেলার সুযোগ মেলে এই গেমে। ফেসবুক গেম স্ট্রিমার ফিচারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে।

যদি ব্যবহারকারী প্যাকম্যানের গোলকধাঁধায় আটকে যায়, তারও সমাধান আছে। কেউ চাইলে নিজের মতো লেভেল বানিয়ে নিতে পারবে। এছাড়া সম্পূর্ণ ক্ল্যাসিক সংস্করণ খেলতে চাইলে তাও পারা যাবে।

প্যাকম্যানের একজন মুখপাত্র বলেন, ‘আপাতত নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে শিগগিরই এ বিষয়ে বিভিন্ন খবর দিতে পারবো আমরা।’