শাওমি নিয়ে এলো দুটি ফাইভ-জি ফোন

শাওমি নিয়ে এসেছে ইলেভেন-টি সিরিজ। শাওমির ইলেভেন-টি ও শাওমি ইলেভেন-টি প্রো মডেলের দুটি ফোনই ফ্ল্যাগশিপ স্মার্টফোন। 

শাওমি ইলেভেন-টি প্রো

এটিতে আছে ১২০ ওয়াটের শাওমি হাইপারচার্জ প্রযুক্তি। মাত্র ১৭ মিনিটে ফোনটি সম্পূর্ণ চার্জ করা যাবে। শাওমি ইলেভেন-টি প্রো ডিভাইসটিতে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ মোবাইল প্ল্যাটফর্ম। চিপসেটটি তৈরি করা হয়েছে অত্যাধুনিক ৫ ন্যানোমিটার প্রযুক্তিতে। এটিতে আরও আছে ১০৮ মেগাপিক্সেলের প্রো-গ্রেডের স্ট্যানিং ট্রিপল ক্যামেরা, ওয়াইড-অ্যাঙ্গেল, ২এক্স টেলি ম্যাক্রো এবং একটি ১২০ ডিগ্রির আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। আর ডিসপ্লে ৬ দশমিক ৬৭ ইঞ্চির।

শাওমি ইলেভেন-টি

শাওমি ইলেভেন-টি স্মার্টফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের হাই রেজুলেশনের ওয়াইড-অ্যাঙ্গেল ট্রিপল ক্যামেরা। এতে রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির মিডিয়াটেকের ডাইমেনসিটি ১২০০ আল্ট্রা চিপসেট, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াটের ওয়্যার টার্বো চার্জিং।

শাওমি ইলেভেন-টি প্রো মডেলর ৮+২৫৬জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৪ হাজার ৯৯৯ টাকা। এছাড়া শাওমি ইলেভেন-টি ৮+১২৮ জিবি ও ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৪৯ হাজার ৯৯৯ ও ৫৩ হাজার ৯৯৯ টাকা।-বিজ্ঞপ্তি