গুগল মিটের লাইভ ভাষান্তর উন্মুক্ত হলো

গুগল মিটে কথা বলার সময় লাইভে ভাষান্তর হতে থাকবে। সম্প্রতি সীমিত পরিসরে এই ফিচার উন্মুক্ত করেছে গুগল। এটি ওয়েব এবং মোবাইল ফোন দুটোতেই কাজ করবে। আপাতত ইংরেজি থেকে ফরাসি, জার্মান, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় কাজ করবে ফিচারটি।

গুগল একটি ওয়ার্কস্পেস ব্লগে জানায়, ভিডিও কলে ভাষান্তরের ক্যাপশন ভাষা দক্ষতার বাধাকে অতিক্রম করে বিস্তৃত পরিসরে সবার জন্য সহায়ক হতে পারে। শিক্ষামূলক কাজে এটি বেশি কাজে আসবে বলে মনে করছে গুগল।

মূলত বিশ্বব্যাপী দলভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন সহজে পরিচালনার জন্য ফিচারটি ডিজাইন করা হয়েছে।

এনগেজেট জানায়, ফিচারটি ব্যবহার করতে হলে অনুবাদ হওয়া ক্যাপশনে টগল না করে প্রথমে সেটিংসে গিয়ে ক্যাপশনকে সুইচ করে ইংরেজিতে নিতে হবে। আরও বিস্তারিত জানার জন্য হেল্প পেজ দেখার পরামর্শ দিয়েছে সংবাদমাধ্যমটি।

গত বছর গুগল তাদের আই/ও ডেভেলপারস কনফারেন্সে প্রথম ফিচারটির ঘোষণা দেয়। একই পরিসেবা অফার করেছে জুমও।