টিকটকারদের কারণে আবারও জনপ্রিয় আইপড

আজকাল গান শোনার কাজটি স্মার্টফোন দিয়েই হয়। এখন আর আলাদাভাবে মিউজিক প্লেয়ারের দরকার হয় না। তাই দিনে দিনে কদর কমে গেছে বিভিন্ন মিউজিক প্লেয়ারের। এমনকি অ্যাপল আইপডও প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেখা যায় না।

কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি একটু মোড় নিয়েছে। টিকটকারদের কারণে আইপড শাফল আবারও জনপ্রিয়তার স্বাদ পাচ্ছে। বিশেষ করে এর দ্বিতীয় প্রজন্মের মডেলটি যেটি আকর্ষণীয় রংয়ের ছিল। তবে প্রকৃতপক্ষে অ্যাপল যে উদ্দেশে আইপড বের করেছিল ঠিক সেই হিসেবে এটি ব্যবহার করা হচ্ছে না বরং একটি ফ্যাশন পণ্য হিসেবেই এর ব্যবহার হচ্ছে।

সংবাদ মাধ্যম উবারগিজমো জানায়, এখন অ্যাপল আবারও একে বাজারে আনার সিদ্ধান্ত নেয় কীনা এটিই এখন দেখার বিষয়। যদিও ২০১৭ সালে অফিশিয়ালি এটি বন্ধ হয়ে যায়। তবে আইপডের যে সংস্করণটি এখনও বাজারে বিক্রি হচ্ছে সেটি হলো আইপড টাচ।

আইপড শাফল মোট চারটি প্রজন্ম ধরে চলেছে বলে মন্তব্য করে সংবাদ মাধ্যমটি। এছাড়া আর যেসব সংস্করণ বাজারে ছিল তার মধ্যে রয়েছে সেগুলো হলো- ন্যানো, মিনি, ক্লাসিক ও টাচ।