ফেসবুক: তুমি বন্ধু কেমন বন্ধু

ফেসবুক

ফেসবুকের বন্ধু তালিকায় থাকা বেশিরভাগ বন্ধুই আপনার প্রতি যত্নশীল নয়। তাছাড়া আপনার কোনও বিপদে তারা সহানুভূতি না-ও প্রকাশ করতে পারে। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।

অনেক ব্যবহারকারীরই ফেসবুকে অসংখ্য বন্ধু থাকে। কিন্তু তাদের মধ্য থেকে গড়ে মাত্র চার জনের ওপর নির্ভর করতে পারে একজন ফেসবুক ব্যবহারকারী। বাকি সব বন্ধুই মিথ্যা। গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক রবিন ডানবার বেশ কয়েকজন সহযোগী-সহ এই গবেষণাটি পরিচালনা করেন। এই গবেষণার মাধ্যমে তিনি দেখতে চেয়েছেন, মানুষ ফেসবুক থেকে সত্যিকার অর্থেই কোনও প্রকৃত বন্ধু পায় কিনা। সেখানে তিনি দেখেন মানুষ ফেসবুক থেকে খুব কমই প্রকৃত বন্ধু পেয়ে থাকেন।

ফেসবুকের ১৫০ জন বন্ধুর ওপর এ গবেষণা পরিচালনা করা হয়। যেখানে মাত্র ১৪ জন তাদের বন্ধুর বিপদে সহানুভূতি প্রকাশ করে। গবেষকরা বলেন, মাত্র ২৭ শতাংশ ফেসবুক বন্ধু প্রকৃত বন্ধু হিসেবে কাজ করে। বাকিরা সবাই শুধু বন্ধুর মতো অভিনয় করে যায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/