শিল্পীর অনুমতি ছাড়া মোবাইলে রিংটোন-ওয়েলকাম টিউন নয়

রিংটোন

এখন থেকে শিল্পীদের কাছ থেকে সরাসরি অনুমতি নিয়ে তাদের গান মোবাইলফোনে রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে সেট করতে হবে। তাদের না জানিয়ে করা যাবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে বিভিন্ন মোবাইলফোন অপারেটরের প্রতিনিধি এবং সঙ্গীতশিল্পী, সুরকার ও গীতিকারদের সঙ্গে বৈঠকে তারানা হালিম এসব কথা তিনি। তিনি বলেন, শিল্পীসহ গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই সম্মানী পাবেন। তিনি জানান, এ প্রক্রিয়ায় তৃতীয় কোনও পক্ষ থাকবে না।  

প্রতিমন্ত্রী জানান, নতুন গানের ক্ষেত্রে শিল্পী-সুরকার-গীতিকারদের সংগঠন বাংলাদেশ লিরিসিস্টস কম্পোজার্স অ্যান্ড পারফরমার্স সোসাইটি (বিএলসিপিএস) কর্তৃপক্ষ হিসেবে অনুমোদন দেবে। আগামী বছর থেকে ‘পুরোপুরি অথরিটি’ পাবে বিএলসিপিএস।

/এইচএএএইচ/