কোরিয়ান ইপিজেডে হচ্ছে বিশেষ আইটি জোন

আইটি জোন পরিদর্শন

গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ক, ঢাকার সফটওয়্যার টেকনোলজি পার্ক, সিলেটের ইলেকট্রনিকস সিটির পরে এবার আসছে আইটি জোন। এই আইটি জোন গড়ে তোলা হচ্ছে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে। বিষয়টি নিশ্চত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অতি সম্প্রতি তিনি কোরিয়ান ইপিজেড পরিদর্শন করে আইটি জোন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করেন। তার সঙ্গে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ-সহ আরও অনেকে। অতিথিদের সঙ্গে নিয়ে তিনি কোরিয়ান ইপিজেড ঘুরে দেখেন এবং আইটি জোনের স্থান চিহ্নিত করেন।

অতিথিরা মাল্টিমিডিয়া উপস্থাপনা দেখছেন

জুনাইদ আহমেদ পলক জানান, কোরিয়ান ইপিজেডে বর্তমানে ১৪ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আরও ১ লাখ কর্মসংস্থান হবে। এই ইপিজেড -এর প্রায় ১০০ একর জায়গায় বিশেষ আইটি জোন করা হবে।

ইপিজেড পরিদর্শন শেষে তিনি একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা দেখেন।

/এইচএএইচ/